কয়েকটি জৈব অ্যাসিড এবং তাদের উৎস

জৈব অ্যাসিডউৎস
ম্যালিককাঁচা আপেলের ত্বক, চেরিফল, পাকা কলা
ল্যাকটিকদই, শশা, আফিং
টারটারিকপাকা তেঁতুল, শুকনো খেজুর, আঙ্গুর
গ্লাইকোলিককাঁচা আঙ্গুর, বিট
স্যালিসাইলিকউদ্ভিদজাত সুগন্ধি তেল, উইলো গাছের চাল
সাইট্রিকপাতি লেবু, কাগজী লেবু, আনারস, আঙ্গুর
n-বিউটারিকদই, পচা মাখন
মিথানয়িক এসিড বা ফর্মিক এসিড (HCOOH)লাল পিঁপড়ে, মৌমাছি, বোলতার হুল
এসিটিকবিভিন্ন ফলের রস, ত্বক মদ, প্রাণীদেহের ঘাম, জয়পাল গাছের তেল
বেনজয়িকগাম বেঞ্জয়েন, ঘোড়া ও ষাঁড়ের মূত্র
গ্যালিকচায়ের পাতা, ওক গাছের ছাল
অক্সালিকইউক্যালিপ্টাস গাছের ছাল, হরিতকী